উপজেলা সমাজসেবা কার্যালয়, দোহার, ঢাকা কর্তৃক ‘উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক’ প্রশিক্ষনে গন্যমান্য ব্যক্তি, সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক, স্থানীয় সংবাদকর্মী ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গ্রাম কমিটির সভাপতি /দলনেতাগনের অংশগ্রহনে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী পালন করা হয়। যেখানে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্রঋণসহ কল্যানমুখী বিভিন্ন কার্যক্রমও তুলে ধরা হয়। প্রশিক্ষন কর্মসূচি উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আলমগীর হোসেন,চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দোহার, ঢাকা। প্রশিক্ষনে সভাপতিত্ব ও একটি সেশন পরিচালনা করেন জনাব মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, দোহার, ঢাকা। তিনি দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা বিষয়ে বক্তব্য প্রদান করেন।
জনাব মোঃ তানজিল আহমেদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার, দোহার, ঢাকা কর্মদল গ্রাম কমিটির গঠন, দলের সদস্যদের দায়িত্ব ও কতব্য ,দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন। সরকারি ঋণের অর্থ আদায়ে আইনী পদক্ষেপ এবং সরকারি অর্থ আদায়ে স্থানীয় আইন-শৃংখলা বাহিনীর ভূমিকা বিষয়ে সেশন পরিচালনা করেন জনাব মোঃ হারুন অর রশিদ, অফিসার ইন-চার্জ , দোহার থানা, ঢাকা। এছাড়াও সুধীজনের মাঝে প্রশিক্ষনে আরও অংশগ্রহণ করেন জনাব মোঃ গিয়াস উদ্দিন সোহাগ, ভাইস চেয়ারম্যান (পুরষ), স্থানীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সূধীজন।
**এই প্রশিক্ষন সংক্রান্ত সংবাদপত্রে প্রকাশিত খবরের লিংক https://www.ajkerrupantor.com/29540
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস